জামালপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জামালপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

শেয়ার করুন

Jamalpur Madrasa

।। জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের ইসলামপুরে তিন ছাত্রী রহস্যজনক নিখোঁজের ঘটনায় ‘দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসা’ বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ ৪ শিক্ষককে গতরাতে আটক করেছে।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানায় রোববার ভোরে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী মীম আক্তার, মনিরা আক্তার ও সুর্য্যবানু নিখোঁজ হয়েছে। তাদের বয়স ৯ থেকে ১১ বছর।

এ ঘটনার পর গতরাতে মাদ্রাসাটি বন্ধ করে অন্য ছাত্রীদের তাদের অবিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরো জানান, একসাথে তিন ছাত্রী নিখোজের বিষয়টি রহস্যজনক। মাদ্রাসাটিতে ৭৫ জন শিক্ষার্থীকে ৮ জন শিক্ষক পাঠদান করান। মাদ্রাসার মোহতামিত মাওলানা আসাদুজ্জামান পরিবার নিয়েই মাদ্রাসা ভিতরে একটি কক্ষে বসবাস করেন। সাইনবোর্ড সর্বস্ব ওই মাদ্রাসাটি ২০২০ সাল থেকে পরিচালনা করে আসছেন তিনি।

ছাত্রী নিখোঁজের ঘটনায় ইসলামপুর থানার পুলিশ মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ ৪ শিক্ষককে আটক করেছে। এরমধ্যে ২ জন নারী শিক্ষকও রয়েছে।