জামালপুরে ইউপি নির্বাচনে হেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ১০

জামালপুরে ইউপি নির্বাচনে হেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ১০

শেয়ার করুন

Jamalpur Attack

।। জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের মেলান্দহে ইউপি নির্বাচনে পরাজিত হয়ে আরেক পরাজিত মেম্বর প্রার্থী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতরাতে মধ্য ঝাউগড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ইউপি সদস্য প্রার্থীসহ তার পরিবারের ১০ সদস্য আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ২৮ তারিখ তৃতীয় ধাপে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেন মধ্য ঝাউগড়া গ্রামের আবুল কালাম আজাদ ঠান্ড ও হারুন অর রশিদ। নির্বাচনে তারা দুই প্রার্থীই পরাজিত হন।

নির্বাচনে হেরে যাবার পর থেকেই পরাজিত প্রার্থী হারুন অর রশিদকে নানা ভাবে দোষারোপ করতে থাকে আবুল কালাম আজাদ ঠান্ডা। এরই জেরে সোমবার রাতে হারুন ও তার পরিবারের সদস্যদের উপর দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আবুল কালাম আজাদ ও তার লোকজন। হামলায় প্রার্থী হারুন অর রশিদ, তার ভাই জামিল হোসেন, লিয়াকত আলী, ভাতিজা সোজা মিয়াসহ ১০ জন আহত হয়।

এদের গুরুতর আহত কয়েকজনকে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।