জাপান থেকে আসা ৮ লাখ ডোজ করোনা টিকা আজ ঢাকায় পৌছাবে

জাপান থেকে আসা ৮ লাখ ডোজ করোনা টিকা আজ ঢাকায় পৌছাবে

শেয়ার করুন

factbox-astra-oxford-vaccine-030121

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ করোনা টিকা আজ ঢাকায় পৌছাবে। বিকেলে বিমান বন্দরে জাপান থেকে আসা এসব টিকা বুঝে নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

৩ আগষ্টের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার মোট ১৩ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশকে উপহার হিসেবে এই টিকা দিচ্ছে জাপান সরকার। যা বৈশ্বিক টিকা কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে পাওয়া যাবে। এ

র দ্বিতীয় লট আসছে আজ। তৃতীয় চালানটি সোয়া ৬ লাখ ডোজ নিয়ে ৩ আগষ্ট আসার কথা রয়েছে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া ১৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের জন্য প্রহর গুনছেন।