ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বন্ধ ঘোষণা।

ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বন্ধ ঘোষণা।

শেয়ার করুন

Anando mohon

।। ময়মনসিংহ প্রতিনিধি ।।

ছাত্রলীগের দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার রাতে কলেজের অধ্যক্ষ আমান উল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়। এতে শনিবার রাতের মধ্যে ছাত্রদের এবং রোববার সকালের মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ( ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ ইউনিটকে জেলার অধীনস্থ ঘোষণা করে।

এরপর শনিবার ( ডিসেম্বর) সকাল থেকেই ছাত্রলীগের কিছু কর্মী আনন্দ মোহন কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন এবং কলেজ ছাত্রলীগ শাখাকে মহানগর শাখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এই নিয়ে দুপুরের দিকে ছাত্রলীগের অন্য একটি অংশ ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে। সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগর ছাত্রলীগের অংশ হিসাবে পরিচালনার দাবি জানায়। একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করে তারা। 

সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।