কুষ্টিয়ায় জেলায় আজ থেকে শুরু হয়েছে ৭দিনের লকডাউন

কুষ্টিয়ায় জেলায় আজ থেকে শুরু হয়েছে ৭দিনের লকডাউন

শেয়ার করুন

Lockdown pic_Kustia

।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।

কুষ্টিয়া জেলায় আজ সোমবার থেকে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ বা লকডাউন। অধিক
করোনা সংক্রমনের কারণে রোববার মধ্যরাত ১২:০১ টা থেকে ৭ দিনের জন্য অর্থাৎ ২৭
জুন’২১ মধ্যরাত পর্যন্ত কঠোর বিধি নিষেধের আওতায় নিয়ে গতরাতে গণবিজ্ঞপ্তি দিয়েছে
জেলা প্রশাসন।
বিধি নিষেধের মধ্যে রয়েছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ
থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুুপুর
১২টা র্পন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধি-নিষেধ (লকডাউন) চলাকালীন
সময়ে কুষ্টিয়া জেলায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। ৭টি বিধি-নিষেধ আরোপ
করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম। করোনা
ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় ২২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৩ জনের করোনা
শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৭জনের মৃত্যু
হয়েছে।