কুমিল্লায় গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া সাড়ে ৪ হাজার কৃষক!

কুমিল্লায় গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া সাড়ে ৪ হাজার কৃষক!

শেয়ার করুন
ছবি: গ্যাটি ইমেজেস।
ছবি: গ্যাটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদক:

ঋণের টাকা আদায়ে কুমিল্লার প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে ছয় ব্যাংক। গ্রেপ্তারি পরোয়ানার খড়গ মাথায় নিয়ে ঘরছাড়া অনেক কৃষক। এমন দুঃসময়ে আতঙ্কিত কৃষকরা সরকারের সহযোগিতা কামনা করছেন।

খেলাপি ঋণ আদায়ে কয়েকটি ব্যাংক সার্টিফিকেট মামলা করে কৃষকদের নামে। মার্চ মাস পর্যন্ত মামলার আসামি প্রায় সাড়ে ৪ হাজার। কৃষিঋণের টাকা শোধ করতে না পারায় অনেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অনেক ঋণগ্রহিতা মারা গেলেও, মামলার বোঝা বইছে তাদের পরিবার।

ব্যাংকের ব্যবস্থাপকদের তথ্য মতে, কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ৬টি ব্যাংকের বিভিন্ন শাখা তাদের ১২ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা আদায়ে, ৪ হাজার ৫শ’ ১০টি সার্টিফিকেট মামলা করেছে। তার মধ্যে সোনালী, জনতা, অগ্রণী, রুপালী ও কর্মসংস্থান ব্যাংকের ৯৫ লাখ ৭৫ হাজার টাকা আদায়ে মামলা ৪শ ৭৯টি। আর ১১ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকা আদায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক দায়ের করেছে ৪ হাজার ৩১টি মামলা।

প্রভাবশালীরা হাজার হাজার কোটি টাকার ঋণ ফেরত না দিয়েও বহাল তবিয়তে আছে। অথচ, দেশে ঋণ পরিশোধের সর্বোচ্চ রেকর্ড কৃষকদের। তারা যখন ঋণ পরিশোধ করতে পারে না, গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া হয়। তখন বুঝতে হবে তাদের অসহায়ত্বের কথা, বলছেন কৃষক নেতারা।