কুমিল্লায় কাউন্সিলর হত্যার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

কুমিল্লায় কাউন্সিলর হত্যার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

শেয়ার করুন

Cumilla Crossfire।। কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার পাথুরিয়াপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল এবং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলার আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মামলায় সাব্বির ৩ ও সাজন ৫ নম্বর আসামি ছিলেন।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, সোমবার রাত দেড়টার দিকে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় একদল সন্ত্রাসীর সাথে পুলিশের গুলিবিনিময় হয়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

২২ নভেম্বর বিকেলে নিজ কার্যালয়ে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।