করোনায় দেশে আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪১৫

করোনায় দেশে আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪১৫

শেয়ার করুন

corona new

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘন্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।

মৃতেদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয় ৪১৫ জন। এ নিয়ে সর্বমোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে দাঁড়ালো। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়াার পর থেকে আজ শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শানাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।

শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ ৩ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সতরোর্ধ্ব ১ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন মারা যান।

এই ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।