করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের ডিজি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের ডিজি

শেয়ার করুন

Enviornment_DG

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর সোয়া চারটার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. খালেদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

খালেদ হাসান বলেন, আজ ভোর ৪টা ১৪ মিনিটে তাঁর মৃত্যু হয়। গত ২৩ মার্চ তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল শুক্রবার তাঁকে লাইফ সাপোর্ট দিতে হয়।তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

খালেদ হাসান আরও জানান, সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে রফিক আহাম্মদের মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজার পরে তাঁর লাশ চট্টগ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম মিজানুর রহমানও তাঁর ফেসবুক স্ট্যাটাসে তাঁর মৃত্যুর কথা জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।