করোনায় আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

করোনায় আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

শেয়ার করুন

Saurav
ক্রীড়া ডেস্ক।।

করোনা আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁকে কোলকাতার উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়,
করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে সৌরভের। ভ্যাকসিন নেয়ার পর তিনি দেশে-বিদেশে অবাধ ভ্রমণ করছেন।

রোববার থেকেই সর্দি ও জ্বর ছিল সৌরভের। একই সঙ্গে গা ম্যাজম্যাজও করছিল। পরে তার নিয়মিত চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করানো হয় তার। প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এরপর পিসিআর টেস্ট করানো হয়। দুই রিপোর্টেই জানা যায় কোভিড পজিটিভ বিসিসিআই সভাপতি।

বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তার। জ্বর ও শ্বাসকষ্ট নেই। কোভিডের কারণে তেমন কোনো জটিলতাও নেই।