কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

শেয়ার করুন

Coxbazar Rab operation
।। কক্সবাজার প্রতিনিধি ।।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে  র‍্যাব। আজ সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ফোরের পাশে অভিযান চালিয়ে কারখানা থেকে ১০টি দেশিয় তৈরী অস্ত্র এবং অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময়  অস্ত্র কারিগর কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুন (২৪) কে আটক করা হয়।

র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান,  দীর্ঘদিন ধরে একটি চক্র ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের উপর ভিত্তি করে গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ফোরে গহীন পাহাডে অভিযান চালায়  র‍্যাব।

কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতেই র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।  চার ঘন্টার বেশী সময় গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সেখান থেকে চিহ্নিত হয় অস্ত্র কারখানা, জব্দ করা হয় ১০ টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরী সরন্জাম। আটক তরা হয় তিন জন রোহিঙ্গা অস্ত্র কারিগর।

তিনি আরও জানান, গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালিয়ে যায়।  র‍্যাব অধিনায়ক জানান, ক্যাম্পের সব সন্ত্রাসী ও অস্ত্রকারখানার সন্ধান করা হচ্ছে।