এবার মুস্তাফিজের আক্রমণ

এবার মুস্তাফিজের আক্রমণ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ডাম্বুলায় সিরিজে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ৩২৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান। মাশরাফি, মিরাজ, সাকিব ও তাসকিনের পরে লংকান দুর্গে এবার আঘাত হানল কাটার মাস্টার মুস্তাফিজ।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লংকানরা। অধিনায়ক মাশরাফির প্রথম ওভারের তৃতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে পা দেন গুনাথিলাকা। এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে এই প্রাথমিক বিপর্যের হাল ধরেন উপুল থারাঙ্গা।

তবে দলীয় ১৫ রানে কুশল মেন্ডিসকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।এরপর দ্রুতই ফিরে যান ১৯ রান করা উপুল থারাঙ্গা। মিডল অর্ডারে নামা গুনারত্নে ২৪ রান ও দীনেশ চান্ডিমাল ৫৯ রান করে আউট হন।

এরআগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবোর্চ্চ ১২৭ রান করেন তামিম ইকবাল ।

এটি তার ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি। পাশাপাশি প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া সব্বির ৫৪ ও সাকিব ৭২ রান করেন।