এনসিসি ব্যাংকের এমডির বিষয় খোজ নিতে দুদককে বিএফআইইউ’র চিঠি

এনসিসি ব্যাংকের এমডির বিষয় খোজ নিতে দুদককে বিএফআইইউ’র চিঠি

শেয়ার করুন

1502009107364
নিজস্ব প্রতিবেদক :

এবার এনসিসি  ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিনের একাউন্টে ৩৫ কোটি টাকার বিষয়টি খোঁজ নিতে দুদককে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

কমিশনের গনমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দিনের শেষ ভাগে চিঠিটি কমিশনে পৌছেছে। এ বিষয় কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি গণমাধ্যমে শিরোনাম হন মোসলেহ উদ্দিন আহমেদ। তার নিজের একাউন্টে ৩৫ কোটি টাকার সন্ধান পায় বিএফআইইউ। মূলত বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্রোকারেজ হাউসে এমডির নিজের ও স্ত্রীর নামে এই অর্থের লেনদেন হয়েছে। ৫টি ব্যাংকে থাকা মোসলেহ উদ্দিনের হিসাব জব্দ করেছে বিএফআইইউ। ব্যাংকগুলো হলো এনসিসি, যমুনা, প্রাইম, সিটি ও প্রিমিয়ার। একই সঙ্গে রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের হিসাবও জব্দ করেছে সংস্থাটি।