ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগ

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার রুখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি।

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হ্যালি বলেন, ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।

এর মাধ্যমে তেহরান আন্তর্জাতিক রীতি লংঘন করছে বলে অভিযোগ করেন তিনি। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র একটি জোট গঠন করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। যদিও এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

তিনি বলেন, সৌদি আরব লক্ষ করে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো অংশে প্রস্তুতকারকের মার্কা প্রমাণ করে যে, সেগুলো ইরানের তৈরী। তবে নিরপেক্ষভাবে মার্কিন দূত নিক্কি হ্যালির এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।