আজ বিশ্ব হার্ট দিবস

আজ বিশ্ব হার্ট দিবস

শেয়ার করুন

whd-2021-banner-en_1

।। নিজস্ব প্রতিবেদক।।

দিনটি উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন ও আই পি ডি আই ফাউন্ডেশন ।

সকালে ‘হৃদয়ের যত্নে হৃদয়বান হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। রাজধানীর বিভিন্ন সিগনালে জনগণকে হৃদরোগ সচেতনতা মূলক বই, লিফলেট বিতরণ করেন সেচ্ছাসেবীকর্মীরা। সামান্য কিছু প্রতিরোধমূলক বিধি-নিষেধ জীবনাচরণে ও খাদ্যাভ্যাস মেনে চললে অধিকাংশই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মহসিন আহমেদ। এদিকে, দিনটিকে কেন্দ্র করে প্রতিরোধই হোক প্রধান হাতিয়ার এই শ্লোগান নিয়ে ‘হ্যালো আই ফাউন্ডেশন’ সেপ্টেম্বর মাসব্যাপী হাতিরঝিল, ধানমন্ডি লেক, রমনা পার্ক ও চন্দ্রিমা উদ্যানে সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।