আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ: নোয়াখালীর মাইজদীতে ১৪৪ ধারা

আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ: নোয়াখালীর মাইজদীতে ১৪৪ ধারা

শেয়ার করুন

Noakhali

 ।। নোয়াখালী প্রতিনিধি ।।

আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তিন গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নোয়াখালীর মাইজদীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, সব ধরনের উত্তেজনা এড়াতে মাইজদীতে সভা-সমাবেশ নিষিদ্ধ ও লোক চলাচল সীমিত করা হয়েছে। এজন্য সকাল থেকে গোটা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

স্থানীয়রা জানায়. গতকাল (রোববার) বিকেলে মাইজদী শহরের টাউন হল মোড়ে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয় আওয়ামী লীগের তিন গ্রুপের কয়েকশো নেতা-কর্মী। এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এর আগে গতকাল (রোববার) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই, কোম্পানিগঞ্জ পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগিনা মাহবুব রশিদ মঞ্জুর মধ্যে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জের রঙমালা বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।