।। রাঙ্গামাটি প্রতিনিধি ।।
রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকায় প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির-জেএসএস’ এর এক নেতা নিহত হয়েছেন। তার নাম আবিস্কার চাকমা। তার বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। নিহতের বাবা মিন্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় মঙ্গলবার সকালে প্রতিপক্ষের অতর্কিত সশস্ত্র হামলায় আবিস্কার চাকমা নিহত হন। প্রতিপক্ষ দলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত আবিস্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতা জানা গেছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের টিমকে পাঠানো হয়েছে।