ডেস্ক রিপোর্ট :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (সংসদীয় আসন ৩২) আসনে সাবেক সাংসদ বিএনপির মোহাম্মদ শামীম কায়সার লিংকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার সেবাস্টিন রেমা। গতকাল রোববার দুপুরে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী হলে তিনি যুব সমাজকে সুপথে আনার জন্য কাজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জের প্রয়াত সাংসদ এম এ মোত্তালিব আকন্দের বড় ছেলে সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বাবার প্রয়াতের পর তাঁর বড় ছেলে মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপ-নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন।
দেশের প্রধান চালিকা শক্তি যুব সমাজ বিভিন্ন ধরার বিভক্ত হয়ে মাদক, জঙ্গিবাদ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিজেদের সম্পৃক্ত করছে। তিনি এমপি নির্বাচিত হলে যুব সমাজকে রক্ষায় সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে দেশের প্রধান চালিকা শক্তি যুবকদের আরও বেশি দক্ষ ও সক্ষম করে গড়ে তুলবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।