।। নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্ব পর্যটন দিবস আজ। করোনা মহামারিতে থমকে যাওয়া দেশের পর্যটন শিল্প আবারো সচল হতে শুরু করেছে। কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবান, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলায় প্রকৃতির ছোঁয়া পেতে ভিড় করেছেন পর্যটকরা।
বর্তমানে লাখো পর্যটকে মুখরিত বিশ্বের দ্বীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকদের পদচারণায় মুখরিত বিনোদনকেন্দ্র গুলো। করোনা মহামারির দ্বীর্ঘ কঠিন সময় পার করে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য্য অবলোকন করতে পেরে আনন্দিত পর্যটকরা। সমুদ্রের লোনা পানিতে গা-ভাসিয়ে তাদের আনন্দের যেন শেষ নেই। মনের আনন্দে সময় কাঠাচ্ছেন আগত পর্যটকরা।
সমুদ্র সৈকত ছাড়াও মেরিনড়্রাইভ, ইনানী, হিমছড়ি, মহেশখালী আদীনাথ মন্দির, বৌদ্ধ্য মন্দির সহ বিনোদনকেন্দ্র গুলোতেও পর্যটকদের পদচারণায় মুখরিত ।
তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এদিকে লাখো পর্যটকের পদভারে মুখরিত হওয়ায় স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা।