নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায়: নিহত ৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায়: নিহত ৫২

শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায়: নিহত ৫২, জেলা প্রশাসনের ৫ সদস্যবিশিষ্ট তদন্ত
কমিটি গঠন, স্বজনদের দাবি আরো ১৫-২০ জন নিখোঁজ। ২১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে।

Screenshot (255)

গতকাল রাতের ছবি, সাধারণ জনতা ও স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠা।

 

।। আবদুস সালাম,নারায়নগঞ্জ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ
অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্য হয়েছে। এদের অধিকাংশ শিশু ও নারী শ্রমিক বলে
জানা গেছে।এদিকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক
মোহাম্মদ শামীম বেপারীকে আহবায়ক করে পাচঁ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা
প্রশাসক মোস্তাইন বিল্লাহ।তিনি জানান সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবেন।
কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন রুপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের
জেলা উপ-সহকারি পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদপ্তরের জেলার
একজন কর্মকর্তা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগুনের ঘটনায় কতোজন নিখোঁজ
আছেন তাদের একটি তালিকা প্রস্তুুত করছেন। একই সাথে যারা ঢাকাসহ বিভিন্ন স্থানে
চিকিৎসাধীন রয়েছে তাদেরও একটি তালিকা তৈরির কাজ চলছে। ২১ ঘন্টা পর বিকেল তিনটায়
আগুনের নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস।
এদিকে দীর্ঘ ২১ ঘন্টা ধরে পুঁড়ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান
হাসেম ফুড এন্ড বেভারেজ এর সেজান জুস কারখানার ছয় তলা ভবনটি। বৃহস্প্রতিবার বিকেল
পাচঁটা থেকে শুক্রবার দুপুর দুইটায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ
করছে। শুক্রবার সকালে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে বলেও দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন।
অগ্নিকান্ডের পর ভবনটির ভেতর থেকে পুড়ে যাওয়া ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার
সার্ভিসের পরিচালক জিল্লুর রহমান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ছাদ থেকে
লাফিয়ে পড়ে এবং আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত দুই নারী শ্রমিকসহ ৩জন নিহত হয়েছে। এনিয়ে
মোট মৃত্যু হয়েছে ৫২জন। আরো অর্ধশত শ্রমিক আহত হওয়ার পাশাপাশি পনের থেকে বিশজন
নিখোঁজ রয়েছে বলে স্বজনরা এখনো দাবি করছেন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ৮জন এবং স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজে
২০জন চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের স্বজনরা কারখাখানাটির
সামনে জড়ো হয়ে অপেক্ষা করছেন। তবে নিখোঁজের সংখ্যা কত তার কোন তালিকা এখনো
প্রকাশ করেনি স্থাণীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ কারণে ক্ষুব্ধ স্বজনরা ও এলাকাবাসি
দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর চড়াও সহ
কয়েক দফায় পুরিশের হামলা চালিয়েছেন।এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য কাদুনে
গ্যাস নিক্ষেপ করেছে।
এদকে ফায়ার সার্ভিসের পরিচালক জুলফিকার জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার
সার্ভিসের ১৮টি ইউনিট একযোগে চেষ্টা করেছে। কিন্তু কারখানাটির আশপাশে পানির
ব্যবস্থা কম থাকায় একদিকে আগুন নিয়েন্ত্রনে আনা হলেও আরেক দিকে আগুন লেগে যাচ্ছে। তবে
দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।পরে ভেতরে ডাম্পিংয়ের কাজ করার সময় একে একে

আগুনে পোড়া লাশ বের হয়।তিনি জানান, কারখানটির উপরের ফ্লোরগুলোতে প্লাটিকসহ দাহ্য
পদার্থ থাকায় বার বার আগুন জ্বলে উঠায় নিয়ন্ত্রন করতে বিলম্ব হয়। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির
পরিমান জানানো সম্ভব হবে না বলে জানান।ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন উদ্ধার
কাজ শেষের পর সাংবাদিকদের জানান, কারখানার চারতলায় কর্তৃপক্ষ তালা বন্ধ করে রাখায় কর্মরত
শ্রমিকরা বেড়িয়ে আসতে পারেনি। যে কারনে হতাহতের সংখ্যা বেড়ে গেছে। পুলিশের ঢাকা
রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান এই ফ্যাক্টরীতে প্রচুর পরিমান দাহ্য পদার্থ ছিল।যে
কারনে আগুন নেভাতে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে।তিনি জানান আগুনের কারন অনুসন্ধান
করা হবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আগুনের কারন তদন্তের জন্য পাচ সদস্যের তদন্ত কমিটি
গঠন করা হয়েছে।তিনি জানান,জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কাজের জন্য
প্রত্যেকককে ২৫হাজার এবং আহতদের জন্য ১০হাজার টাকা করে সাহায্য করা হচ্ছে।
বিকেলে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।