এটিএন টাইমস ডেস্ক:
জি-টুয়েন্টি সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন আজ। গতকালের পর আজও জার্মানির হামবুর্গ শহরে শুরু হওয়া এই সম্মেলনে বিরোধীদের বিক্ষোভ-সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিবিসি জানায়, শনিবার সকালেও দাঙ্গা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের।
এসময় তারা ট্রাম্প-পুতিন বিরোধী এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। আশপাশের দোকানপাট ভাঙচুর এবং গাড়ি জ্বালিয়ে দেয়। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। অন্যদিকে দাঙ্গা পুলিশও আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান দিয়ে পানি ছোড়ে। এসময় অন্তত ২ শতাধিক পুলিশসহ বহু বিক্ষোভকারী আহত হয়।
ঘটনাস্থল থেকে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে আটক করে জার্মান পুলিশ। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল এক বিবৃতিতে বলেন, তিনি শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু এরকম ধ্বংসাত্মক বিক্ষোভ ক্ষতিকর; এটি অগ্রহণযোগ্য। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বানিজ্য এবং জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে আলোচনা দিত্বীয় দিনের সম্মেলনের অন্যতম প্রধান ইস্যু।