।। নিজস্ব প্রতিবেদক ।।
সরকার হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়ায় শুক্রবার ভোর থেকে পরিবহন ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে সারাদেশের বাস ও ট্রাক-লরিসহ সব যানবাহন। ফলে পায়ে পায়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।
রাজধানীর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।
শনিবার গাবতলী, মিরপুর ও মহাখালী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ধর্মঘট অমান্য করে বিআরটিসির কয়েকটি গাড়ি চললেও, তাতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকেই স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।
শনিবার (৬ নভেম্বর) ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকালে কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে। এসময় সরকারি এমন সিদ্ধান্ত ও পরিবহন ধর্মঘটের শিকার যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বিঘ্নিত হয়। বাজারে নিত্যপণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শিল্প-কারখানাগুলোতে উপকরণ সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।