নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে দুই মেয়র প্রার্থীর আপিল আবেদনের শুনানি পিছিয়েছে। কাল বৃহস্পতিবার শুনানির এই দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।
ইসির আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা আদালতকে বলেন, গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে।
আপিল করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই আপিল করা হবে। তখন আদালত বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন। গত রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল। এব্যপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেছেন জনগন নির্বাচন চায়।
সট: