থিয়েট্রিক্যাল প্রোডাকশন দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড মঞ্চস্থ

থিয়েট্রিক্যাল প্রোডাকশন দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড মঞ্চস্থ

শেয়ার করুন

f5010110-10d9-498e-b2c0-aa515402b39a

।। নিজস্ব প্রতিবেদক ।।

সৌধ ও নজরুল সেন্টারের যৌথ উদ্যোগে থিয়েট্রিক্যাল প্রোডাকশন দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড মঞ্চায়িত হলো।

জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও টি এস এলিয়ট বিরচিত পাশ্চাত্য আধুনিক কবিতায় যুগান্তকারী কাব্যকৃতি ওয়েস্টল্যান্ড বা পোড়োজমির গৌরবময় শতবর্ষ এবার উদযাপিত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন ভ্যানুতে।

গতকাল ১০ ডিসেম্বর ঢাকার তেজগাঁও কলেজ অডিটরিয়ামে বিশেষ এই কাব্যনাট্য মঞ্চায়িত হয়।

ভারতীয় মার্গসঙ্গীত ও দক্ষিণ এশীয় শিল্প, সাহিত্য, সঙ্গীতের শীর্ষ সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের প্রযোজনায় অনুষ্ঠিত এই আয়োজনের হোস্ট ছিলো ঢাকাস্থ নজরুল সেন্টার।

187c2872-5dd2-4f1d-9694-4b59f884327b

দ্যা রেবেল এন্ড ওয়েস্টল্যান্ড শীর্ষক কাব্য-আলেখ্যে ছিলো দুই কবিতার নির্বাচিত অংশ থেকে পাঠ এবং এলিয়ট ও নজরুলের চরিত্রের নাট্য-দৃশ্যায়ন।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন পরিচালক টি এম আহমেদ কায়সার এবং অন্যতম পৃষ্টপোষক হিসেবে কাজ করেছেন নজরুল সেন্টারের ফাউন্ডার ড. আল-আমীন খান ও উপদেষ্ঠা ইকরাম আহমেদ।

দি রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ডের মঞ্চায়নে নজরুলের ভূমিকায় সৈয়দ আঞ্জম সাইমুম ইভান ও টি এস এলিয়টের ভূমিকায় ছিলেন ব্রিটিশ লেখক মাইক শরীফ। অন্যান্যদের মধ্যে কবিতা  পাঠ করেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।