সুনামগঞ্জের ঝুমন দাসের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

সুনামগঞ্জের ঝুমন দাসের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

শেয়ার করুন

Jhumon das

।। নিউইয়র্ক প্রতিনিধি ।।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাসের মুক্তি এবং সাম্প্রদায়িক হামলায় দায়ীদের দৃষ্টান্তমূলক  বিচারের দাবিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় ৩ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে হিন্দু কোয়ালিশন ইউ এস এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন নিউইয়র্কে বসবাসরত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে আগতরা নানারকম ব্যানার ,ফেষ্টুন আর প্লেকার্ডে তাদের প্রতিবাদের কথা তুলে ধরেন।

বক্তারা এসময় বলেন  ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলায় আটক রয়েছে ঝুমন দাস। তিনি তার ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাত মাসেও এই একটি মামলার তদন্ত কেন শেষ হচ্ছে না তা বোধগম্য নয় ।এর পেছনে কার অবহেলা বা কাদের স্বার্থ জড়িত রয়েছে সেটা খুজে বের করতে হবে । ঝুমন দাস কেবল হিন্দু বলেই যদি তাকে আটকে রাখা হয়ে থাকে, তাহলে সেখানে ন্যায়বিচার রক্ষা হয় না।  তাতে অবিচার মাথা তুলে দাঁড়ায়। বক্তারা ঝুমন দাসের দ্রুত মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন তারা।

লেখক কলামিস্ট শীতাংশু গুহ এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।