সিরিয়ায় ৪ বছরে ১৮ হাজার বন্দির মৃত্যু

সিরিয়ায় ৪ বছরে ১৮ হাজার বন্দির মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ায় গত ৪ বছরে রাষ্ট্রীয় কারাগারে ধর্ষণ ও নির্যাতনের কারণে ১৮ হাজার বন্দি প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

syria-torture-amnesty-internationalবৃহস্পতিবার ‘ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিস এন্ড ডেথ ইন সিরিয়া’স প্রিজন’ শীর্ষক এক প্রতিবেদেন একথা জানায় সংগঠনটি।

অ্যামনেস্টির গবেষণা মতে, ২০১১ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা নেয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির কারাগারে ১৭ হাজার ৭শ ২৩ জনের বেশি বন্দি নিহত হয়েছেন।  কারাগারে আসার পর থেকেই কারারক্ষীরা বন্দিদের উপর নির্যাতন শুরু করে। যার নাম তারা দিয়েছিলো ‘ওয়েলকাম পার্টি’।

অ্যামেনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত  প্রতিদিন গড়ে ১০ জন মানুষ নিহত হয়েছেন, আর মাসে ৩শ জন।

এ অবস্থার পরিবর্তনে সিরিয়া সরকারকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে বরাররের মতোই এই অভিযোগ অস্বীকার করছে সিরীয় সরকার।