ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা টাঙ্গাইলের প্যারাড্রপিং স্থানে পরিদর্শন

ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা টাঙ্গাইলের প্যারাড্রপিং স্থানে পরিদর্শন

শেয়ার করুন

Tangail India army pic-18.12 (2)

।। টাঙ্গাইল প্রতিনিধি ।।
১৯৭১ সালে টাঙ্গাইলের কালিহাতীতে ভারতীয় সেনাবাহিনীর প্যারাড্রপিং স্থানে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার বানিয়াফৈরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিদর্শনে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ৩০ জন বীর সেনাসদস্য, এবং ৬ জন চাকরিরত সেনাসদস্যরা পরিবারসহ স্মৃতি বিজড়িত এ ঐতিহাসিক স্থানে আসেন।

এ সময় তারা তাঁদের পরিবারসহ ১৯৭১ সালে সংঘটিত প্যারাড্রপিং অপারেশনের বর্ণনা শোনেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে অপারেশনের সুতিচারণ করেন।

পরিদর্শনের সময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ ১৯ পদাতিক ডিভিশন ও মাটাইপ এরিয়ার ব্রিগেড কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

আগে সকালে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আগমন করেন। এসময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি এবং অন্যান্য অফিসারগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের এই পরিদর্শন ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সার্বিক তত্ত¡বধানে আয়োজন করা হয়।