বিপদে থেরেসা মে, ঝুলন্ত সংসদের দিকে যুক্তরাজ্য

বিপদে থেরেসা মে, ঝুলন্ত সংসদের দিকে যুক্তরাজ্য

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বৃটেনে যদি কনজারভেটিভরা-ই সরকার গঠন করে, তারপরও বিপদে থাকবেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশ্লেষকরা বলছেন, আগাম নির্বাচনের সিদ্ধান্তই বিপদ ঢেকে আনলো তাঁর জন্য।

ঝুলন্ত পার্লামেন্টের কারণে ব্রেক্সিট বাস্তবায়ন এমন কি নিজ দলে নেতৃত্ব, সব ক্ষেত্রেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন মে। আপাতদৃষ্টিতে কোনো দরকার না থাকলেও, আগেভাগেই নির্বাচন দিয়েছিলেন থেরেসা মে। লক্ষ্য ছিল, ক্ষমতা আরও সংহত করা, যাতে সহজ হয় ব্রেক্সিট বাস্তবায়ন।

এখন সব গেল উল্টে। ঝুলন্ত সংসদে, সব কিছুর জন্যই আগামী সরকারকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হওয়ার পরিবর্তে, আরও কঠিন হয়ে গেল।

এতো সবের অনেকটা একক দায়ভার থেরেসা মে-র। এর আগে ব্রেক্সিট নিয়ে গণভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন তাঁর পূর্বসূরী ডেভিড ক্যামেরন। একই পথে কি হাঁটবেন থেরেসা মে-ও?