বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ

শেয়ার করুন

Newyork Protest

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং হোয়াইট হাউজের সামনে এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদকারীরা একটি র‌্যালি বের করে নিউইয়র্কের ম্যানহ্যাাটনের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এসব ঘটনার বার বার পুনরাবৃত্তি হলেও সঠিক বিচার পাচ্ছেনা আক্রান্ত মানুষগুলো।
তারা প্রতিমা ও মন্দির ভাঙ্গার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে যেকোন অপশক্তিকে দমনে সরকারকে আরও কঠোর আইন করে শাস্তি দিতে হবে।

এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। পরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘ মিশনে স্মারকলিপি দেয়া হয়।