বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে শীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে শীত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে, দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার অবস্থান করছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পাড়ে। তবে বৃষ্টি হলেও নিম্নচাপের প্রভাব কেটে গেলে শীত বাড়তে পাড়ে। সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার এবং গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।