পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন

ind

আন্তর্জাতিক ডেস্ক।।

অবশেষে রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন ভারতের কংগ্রেসশাসিত পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রাজ্য বিধানসভা নির্বাচনে পাঁচ মাস আগে আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজভবনের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে অমরিন্দর সিং বলেন, শনিবার সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি বলেন, ‘৫২ বছর ধরে রাজনীতি করছি। যেভাবে রাজনীতি চলছে, তাতে চূড়ান্ত অপমানিত বোধ করছি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী থাকতে পারছি না।’

এদিকে গত ৯ মাস ধরে পাঞ্জাবের কংগ্রেস রাজনীতি তীব্র কলহ চলছে। সাবেক টেস্ট ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুকে কেন্দ্র করে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে কোন্দল চাপা দেওয়ার চেষ্টা চলে। কিন্তু অসন্তোষ চলতেই থাকে। অবশেষে মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে এই অধ্যায়ের অবসান ঘটল।

মুখ্যমন্ত্রী বলেন, ৯ মাস ধরে বারবার চাপ সৃষ্টি করা হয়েছে। একবার নয়, দুবার নয়, তিনবার পরিষদীয় দলের সঙ্গে কথা বলা হয়েছে। তা সত্ত্বেও অসম্মান ও অপমানের শেষ হচ্ছিল না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কংগ্রেস যাঁকে খুশি মুখ্যমন্ত্রী করুক। আমি কংগ্রেসে ছিলাম। আছিও। রাজনৈতিক বিকল্পও আমার আছে। ঠিক সময়ে সেই সিদ্ধান্ত নেব। তার আগে যাঁরা এত দিন ধরে আমাকে সমর্থন করেছেন, আমার সঙ্গে রাজনীতি করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’