পদ হারাচ্ছেন অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী

পদ হারাচ্ছেন অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

Australia Edu min

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপনের অভিযোগে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী অ্যালান টজকে সাময়িকভাবে
পদত্যাগ করতে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তদন্তের স্বার্থে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
তাঁর সরকারের শিক্ষামন্ত্রী অ্যালান টজকে সাময়িকভাবে পদ ছাড়তে বলেছেন।
অ্যালানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক এক নারী কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছেন। এই
সম্পর্ক চলাকালে ওই নারীকে তিনি শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করেছেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অ্যালান।
প্রধানমন্ত্রী মরিসন বলেন, অভিযোগের যে মাত্রা, তাতে তদন্তের স্বার্থে অ্যালানের সাময়িকভাবে পদত্যাগ
করা উচিত।
আইনপ্রণেতাদের মরিসন বলেন, অভিযোগের বিষয়টি ন্যায্যভাবে ও দ্রুততার সঙ্গে সমাধান হওয়াটা
গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর যে অনুরোধ তিনি করেছেন, তাতে অ্যালান রাজি
হয়েছেন।