নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা: বেগমগঞ্জের ওসি বদলি

নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা: বেগমগঞ্জের ওসি বদলি

শেয়ার করুন

Noakhali Oc Transfered

।। নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির,ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নোয়াখালী পুলিশ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলী করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুলহক রনিকে অফিসার ইনচার্জ বেগমগঞ্জ হিসাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে এর প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজ শেষে চৌমুহনীতে কয়েক হাজার উত্তেজিত লোক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা চৌমুহনী ডিবি রোডে গিয়ে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় নিহত হন যতন সাহা (৪২) ও প্রান্ত চন্দ্র দাস (২৬)।