চ্যাম্পিয়নশিপে ১শ মিটার স্প্রিন্টের হিটে উসাইন বোল্টের জয়

চ্যাম্পিয়নশিপে ১শ মিটার স্প্রিন্টের হিটে উসাইন বোল্টের জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১শ মিটার স্প্রিন্টের হিটে জিতেছে উসাইন বোল্ট। লন্ডন স্টেডিয়ামে আজ রাত পৌনে ৩টায় ফাইনালে খেলবেন তিনি। এদিকে, ১০হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাজ্যের মো. ফারাহ।

১শ মিটার স্প্রিন্টের হিট জিততে বোল্ট সময় নেন ১০ দশমিক শুন্য ৭ সেকেন্ড। তবে নিজের পারফরমেন্সে খুশি নন কিংবদন্তী এই অ্যাথলেট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এই আসর শেষে ট্রাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেবেন উসাইন বোল্ট।

আজ রাতে শেষবারের মতো বোল্ট তার ফেভারিট ইভেন্ট ১শ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। যদিও ২শ মিটারে থাকছেন না বোল্ট। তবে, ৪ গুনিতক ১শ মিটার রিলে খেলবেন এই গতি মানব। এদিকে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০হাজার মিটার দৌড়ে টানা তৃতীয়বার স্বর্ণ জিতলেন যুক্তরাজ্যের মোহামেদ ফারাহ।

তিনি সময় নেন ২৬ মিনিট ৪৯ দশমিক পাঁচ এক সেকেন্ড। চলতি আসর শেষে কিংবদন্তী দৌড়বিধ ফারাহও ক্যারিয়ারের ইতি টানবেন।