গো-রক্ষক হিন্দুদের শাস্তি দেয়ার নির্দেশ মোদির

গো-রক্ষক হিন্দুদের শাস্তি দেয়ার নির্দেশ মোদির

শেয়ার করুন

_90707915_9044fde1-093d-4aaf-9554-7c5a4dc459f8

বিশ্বসংবাদ ডেস্ক :

দলিত সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা এবং জালিয়াত গো-রক্ষক হিন্দুদের শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার তেলেঙ্গানা রাজ্যে বিজেপির সমাবেশে মোদি বলেন, দলিতদের নিয়ে রাজনীতি না করে তাদের রক্ষা করুন। গরীব মানুষদের মেরে সমস্যা সমাধান করা যাবে না।

হিন্দুদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত গরুর ক্ষতিসাধন করার অভিযোগে, সম্প্রতি দলিত সম্প্রদায়ের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করে কট্টর হিন্দুরা। এতে ভারতজুড়ে তীব্র অসন্তোষ ও সমালোচনার মুখে পড়ে বিজেপি সরকার।

এ নিয়ে ক্ষুব্ধ মোদি বলেন, ভারত এক জাতির এক দেশ। এবং এখানে সবার অধিকার সমান। সামাজিক বিভাজনের মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না জানিয়ে কট্টর হিন্দুদের সতর্ক করে দেন মোদি।