কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া

কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া। স্পেন থেকে আলাদা হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রোববার কাতালোনিয়ায় আয়োজিত গণভোটে বিজয়ের পর গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন, স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা কার্লোস পুইজমন্ট।

এদিকে এ বক্তব্যের পরপরই টেলিভিশনে দেওয়া পৃথক বক্তব্যে গণভোটের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। তিনি বলেছেন, গণভোট আয়োজনকারীরা নিজেদের অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে। স্পেন এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে দেশের সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ গণভোটের কারণে উত্তর-পূর্বাঞ্চলের কাতালোনিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এমনকি স্পেনের সামগ্রিক অর্থনীতিও প্রভাবিত হবে বলে সতর্ক করেছেন রাজা ষষ্ঠ ফিলিপ। তবে দ্রুতই স্পেন এ সংকট কাটিয়ে উঠবে বলেও জানান তিনি।

কিন্তু রাজার এ বক্তব্যের আগে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কাতালোনিয়ার স্বাধীনতার কথাই বলেছেন কার্লোস পুইজমন্ট। শিগগিরই কাতালোনিয়ার নতুন ও স্বাধীন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।