কোরবানীর ৪৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

কোরবানীর ৪৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

কোরবানীর ৪৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

শনিবার সকালে রাজধানীর নয়াবাজার মোড়ে আসন্ন কোরবানীর ঈদে পরিচ্ছন্নতা বিষয়ক গণসচেতনতা র‌্যালীতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

গত কোরবানীর ঈদে ৭২ ঘন্টার মধ্যে, বর্জ্য অপসারণে সফল হয়েছিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একথা জানিয়ে মেয়র বলেন, এবারে সফল হতে আগে থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

মেয়র আরো বলেন, দক্ষিনের ১৪টি গরুর হাট থেকে বিনামূল্যে ব্যাগ সরবারহ করা হবে। কোরবানীর বর্জ্য যত্রতত্র না ফেলে এসব ব্যাগে ভোরে নির্ধারিত স্থানে তা ফেলার আহবান জানান তিনি।