ইরাকে আইএসের জার্মান কিশোরী আটক

ইরাকে আইএসের জার্মান কিশোরী আটক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরাকের মসুল শহর থেকে ১৬ বছর বয়সী এক জার্মান কিশোরী আইএস সদস্যকে আটক করেছে ইরাকি বাহিনী। লিন্ডা ওয়েনজেল নামের ওই কিশোরী জার্মানির ড্রেসডেনের কাছের শহর পুলসনিৎজের অধিবাসী।

গত বৃহস্পতিবার মসুলের একটি সুড়ঙ্গ থেকে লিন্ডাসহ ২০ নারীকে আটক করা হয়। তিনি আইএসের স্নাইপার ছিলেন বলে জানা গেছে। উদ্ধারের পর দেখা গেছে, ধুলো মাখা শরীরে গলায় একটি রঙিন স্কার্ফ জড়িয়ে রেখেছেন। এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ক্রিশ্চিয়ান লিন্ডা।

মা ক্যাথরিন ওয়েনজেল ও সৎবাবা থমাসের সঙ্গে থাকতেন তিনি। ২০১৬ সালে ইসলাম ধর্মের ব্যাপারে আগ্রহী বলে পরিবারকে জানান তিনি। এরপর হঠাৎ বাড়ি থেকে পালিয়ে তুর্কি সীমান্ত দিয়ে সিরিয়ায় যান। লিন্ডাকে ইরাকে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।