আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে জিম্মি ঘটনায় নিহত ১৪

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে জিম্মি ঘটনায় নিহত ১৪

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে ‘আমেরিকান ইউনিভার্সিটিতে’ বন্দুকধারীদের হামলার পর ১০ ঘণ্টার জিম্মিদশা শেষ হয়েছে বৃহস্পতিবার ভোরে। এ ঘটনায় শিক্ষার্থী পুলিশ ও হামলাকারী মিলিয়ে নিতহ হয়েছে অন্তত ১৪ জন।

_90911599_f674f4a6-7ed8-4034-a3fe-d20b190bdd58এছাড়া আহত হয়েছে ৩৫ শিক্ষার্থী ও ৯  পুলিশ সদস্য। আফগানিস্তানের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়িবোমার বিস্ফোরণ হয়। এরপর বন্দুকধারীরা গুলি ছুড়তে শুরু করে।

ওই বিশ্ববিদ্যালয়ে বিদেশিরা কাজ করছিলেন। হামলার পর কয়েকশ’ শিক্ষার্থী পালিয়ে আসতে পারলেও বিদেশি অধ্যাপকসহ অন্তত শতাধিক শিক্ষার্থী আটকা পড়েন।

পরে আফগান পুলিশ ও সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে। সারারাত গোলাগুলির পর বৃহস্পতিবার ভোরের দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে পুলিশ।

এতে হামলাকারী দুই বন্দুকধারী নিহত হয়েছে। একইসঙ্গে গোলাগুলিতে বিশ্ববিদ্যারয়ের সাত শিক্ষার্থী, তিন পুলিশ সদস্য ও দুই নিরাপত্তা রক্ষী প্রাণ হারান।