অল্পের জন্য রক্ষা পেলো চার শতাধিক যাত্রী

অল্পের জন্য রক্ষা পেলো চার শতাধিক যাত্রী

শেয়ার করুন

Photo munshigan j 06.09 (4)
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে উঠিয়ে দেয় যাত্রী বোঝাই লঞ্চ এমভি মর্নিং সান-৫।

Photo munshigan j 06.09 (5)মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় যাত্রীবোঝাই লঞ্চের ধাক্কায় ২ টি দোকান-ঘর বিধ্বস্ত হয়েছে। তবে কোন হতাহত হয়নি।

লঞ্চের সারেং জানান, এমভি মর্নিং সান-৫ লঞ্চটি বিপরিত মুখি যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে ধলেশ্বরীর পাড়ে উঠিয়ে দেয়। এসময় নদীর পাড় সংলগ্ন একটি তেলের দোকান ও একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

Photo munshigan j 06.09 (2)স্থানীয় বাসিন্দা ও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর-৩ মকবুল হোসন জানান, লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে দক্ষিনবঙ্গের হুলারহাট যাচ্ছিল। লঞ্চটি প্রায় ৪ শতাধিক যাত্রী ছিলো বলে ধারনা করা হচ্ছে।

Photo munshigan j 06.09 (6)পরে লঞ্চটিকে এমভি টিপু নামের আরেকটি লঞ্চ প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে তীর থেকে নদীতে নামাতে সক্ষম হয়।