অবসরে কাকা

অবসরে কাকা

শেয়ার করুন

kaka

ডেস্ক রিপোর্ট:

পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে বিদায় নিলেন ব্যাজিলের সাবেক ফরোয়ার্ড রিকার্ডো কাকা। রোববার রাতে বিদায়ের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য কাকা পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেন সাও পাওলোতে।

আমেরিকার মেজর সকার লিগের দল ওরল্যান্ডো সিটির হয়ে ক্যারিয়ার শেষ করলেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে খেলে করেন ২৯টি গোল।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার পর ২০০৭ সালে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান কাকা এবং একই বছর ব্যালন ডি’অর জয় করেন তিনি।

২০০৯ সালে তখনকার বিশ্বরেকর্ড ট্রান্সফার মূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেন কাকা। ২০১১ সালে স্প্যানিশ ক্লাবটির হয়ে কোপা ডেল রে এবং পরের বছর লা লিগার শিরোপা জেতেন এই ব্রাজিলিয়ান।