নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সোমবার ১১২ বোতল ফেন্সিডিলসহ আসিফ হোসেন রায়হান (২৬) ও সোহেল রানা বুলবুল (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এদিন সকালে এএসআই জুলফিকার ফোর্সসহ উপজেলার আবাদপুকুর কালীগঞ্জ সড়কের দামুয়া নামক স্থানে সন্দেহ ভাজন একটি সিএনজি তল্লাশি করার সময় ওই দুই মাদক ব্যবসায়ীর স্কুল ব্যাগ থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে।
দুই মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা থেকে আত্রাই উপজেলার কালীগঞ্জ এলাকায় ওই ফেন্সিডিলগুলো পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। আটককৃত আসিফ হোসেন রায়হান জেলার মহাদেবপুর উপজেলার সহরায় গ্রামের আজাহার আলীর ছেলে ও সোহেল রানা বুলবুল জেলার পত্নীতলা উপজেলার খিরসিন গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।