বিশ্ব সংবাদ ডেস্ক:
মালির উত্তরাঞ্চলীয় শহর টিমবুকটুতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে মারা গেছে অন্তত সাতজন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার এই হামলার সময় শান্তিরক্ষীদের গুলিতে ৬ আতোতায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। জাতিসংঘ শান্তি মিশনের একজন মুখোপাত্র জানান, মালির কেন্দ্রস্থলে দুয়েন্তজা ও মোপতি এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে তাৎক্ষনিকভাবে মালি সেনাবহিনীর দুই সদস্যসহ সাতজন নিহত হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিয় জুসমাও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এই হামলা যুদ্ধাপরাধের সামিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এর বিচার হওয়া উচিত।