হলি আর্টিজান ঘটনার কারণে মেট্রোরেল প্রকল্পে ৬ মাস দেরি: কাদের

হলি আর্টিজান ঘটনার কারণে মেট্রোরেল প্রকল্পে ৬ মাস দেরি: কাদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর সঙ্গে যৌথভাবে ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এবং সিনো-হাইড্রো করপোরেশনের মধ্যে এসব চুক্তি সই হয়।

এই মেগা প্রকল্পে এখন ইউটিলিটি অংশের কাজ চলছে। আগামী সেপ্টেম্বর থেকে মূল কাজ শুরু হওয়ার কথা। তবে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০১৯ নাগাদ আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন হওয়ার কথা থাকলেও, হলি আর্টিজান ঘটনার কারণে কাজ শুরু করতেই ৬ মাস দেরি হচ্ছে।

এছাড়া বিএনপির নির্বাচন নিয়ে করা মন্তব্যের ব্যপারে প্রশ্ন করলে কাদের জানান, নির্বাচনে হেরে যাওয়ার শংকা থেকেই বিএনপি টালবাহানা করছে।