রেইনট্রি কর্তৃপক্ষের গাফেলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রেইনট্রি কর্তৃপক্ষের গাফেলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বনানীর ধর্ষণের ঘটনায় ‘হোটেল রেইন ট্রি’ কর্তৃপক্ষের কোন গাফেলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সকালে, মাহখালীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ঐ ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাধর হোক না কেন সুষ্টু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে কোনরকম কুণ্ঠাবোধ করা হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, সারদেশের হোটেল, মোটেল ও রিসোর্টের কর্মকাণ্ডের ব্যাপারে নিরাপত্তা বাহিনী স্বজাগ দৃষ্টি রাখছে।