বিশ্বমঞ্চে চীনের আসন নেওয়ার সময় এসেছে: শি জিনপিং

বিশ্বমঞ্চে চীনের আসন নেওয়ার সময় এসেছে: শি জিনপিং

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে। চীন এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। তাদের এখন বিশ্বমঞ্চের কেন্দ্রীয় আসন নেওয়ার সময় এসেছে।

বুধবার চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। চীনা প্রেসিেডন্ট বলেন, তারা অন্য কারও পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। বরং উন্নয়নশীল দেশগুলোর সামনে তারাই এখন বিকল্প মডেল।

ভাষণে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চীনের এমন শক্তিশালী ভাবমূর্তি আগে কখনও দেখা যায়নি। তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য যে কোনও সময়ের চেয়ে বেড়েছে। জনগণকে উন্নত জীবন উপহার দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র এ সম্মেলন উপলক্ষে বর্ণিল ব্যানার আর তোরণ দিয়ে সাজানো হয়েছে রাজধানী বেইজিং। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি ডেলিগেট। হংকং ও তিব্বত প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চীনের বিচ্ছিন্নতা সহ্য করা হবে না।