১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরীক্ষার হলে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে, শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি পরীক্ষায় নিরাপত্তা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষা সচিব সোহরাব হোসাইন সভা শেষে জানান, সকাল সাড়ে ৯টার পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেয়া হবে না। সভায় সিদ্ধান্ত হয়, এবার থেকে পরীক্ষার্থীরা হলে প্রবেশের পরই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে।

পরীক্ষার কেন্দ্রসচিব ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এবং কেন্দ্রসচিবের ফোনটিও হতে হবে ক্যামেরাহীন। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।