শীতকালীন পোশাকের বাজারে ধস

শীতকালীন পোশাকের বাজারে ধস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গড় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন পোশাকের বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শীতের কাপড়ের চাহিদা গত ১০ বছরে তিন ভাগের দুইভাগ কমে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, স্বাভাবিকের থেকে গড়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভব করেছে বাংলাদেশের মানুষ।

যার ফলাফল জীবন যাত্রার পাশাপাশি, প্রভাব দেশের ব্যবসায়। নভেম্বরের পয়লা সপ্তাহেও নেই তেমন ব্যস্ততা। ডিসেম্বরের আগে খুব বেশি শীত নামবে তারও ইঙ্গিত নেই। ব্যবসায়ীদের দাবি, ১০ বছর আগেও এ বাজারের আকার ছিলো ১১ হাজার কোটি টাকা, যা কমে এখন সাড়ে ৪ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

অন্যদিকে সোয়েটারে-কার্ডিগানের মতো উষ্ণ পোশাকের দিকে আগ্রহ নেই মানুষের। এর চেয়ে ব্লেজার- কিংবা কৃত্রিম চামড়া আর ফেব্রিক্সের তৈরী হালকা জ্যাকেটেই আগ্রহ বেশি ক্রেতাদের।