বৈরিতা নয় সুসম্পর্কের মাধ্যমে পাওনা আদায় করা হবে: কাদের

বৈরিতা নয় সুসম্পর্কের মাধ্যমে পাওনা আদায় করা হবে: কাদের

শেয়ার করুন

এটিএন টয়াইমস ডেস্ক:

ভারতের সঙ্গে বৈরিতা নয়, সুসম্পর্কের মাধ্যমে ন্যায্য পাওনা আদায় করতে হবে। শুক্রবার এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বনবিলাস’ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে, তারা হতাশায় ভোগা রাজনীতিবিদ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি আরো বলেন, অবসাদগ্রস্তরাই জঙ্গি হচ্ছে। তাই অভিভাবকদের উচিত, সন্তান কী করছে সেদিকে খেয়াল রাখা এবং পরিবারে সংস্কৃতি চর্চা চালিয়ে যাওয়া।

সভায় অন্যান্য বক্তারা জানান, দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ বিষণ্ণতায় আক্রান্ত। এ ধরনের রোগীদের বিষয়ে সচেতনতা বাড়ালে ও দায়িত্বশীল আচরণ করলে বিষণ্ণতা কমবে।