৭ বছর পর চট্টগ্রামে বিএনপির কমিটি

৭ বছর পর চট্টগ্রামে বিএনপির কমিটি

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি পেয়েছে নেতাকর্মীরা। তবে চার সদস্যের কমিটির বদলে পেয়েছে তিন সদস্যের কমিটি।

২০০৯ সালে কেন্দ্র থেকে চট্টগ্রাম নগর বিএনপির দেওয়া চার সদস্যের কমিটি সাত বছরেও পূর্ণাঙ্গ করা যায়নি। ঐ সময়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা বারবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের আগে শনিবার ঘোষণা করা হয় তিন সদস্যের নতুন কমিটি। আপাতত এ নিয়েই উৎফুল্ল নেতাকর্মীরা।

আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আবারও রাজপথ মুখরের পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন জোরদার করার আশাবাদ নতুন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের।

সবকিছুকে ছাপিয়ে নেতা-কর্মীদের আসামী হওয়া ও গ্রেপ্তার আতংকের কারণে দলের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা নতুন কমিটির মাধ্যমে ঘুচে যাবে বলে মনে করছেন দলের নেতারা।